প্রেস বিজ্ঞপ্তি ১৩ নভেম্বর ২০২২……………………..
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজশাহী কলেজের মেধাবী শিক্ষার্থী শহীদ শামসুল আলমের ৫১তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভার মধ্য দিয়ে এ শাহাদাৎবার্ষিকী পালন করা হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ স্মরণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পেয়ারা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকনুজ্জামান রিপন, সিনিয়র সদস্য ও আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন উদ্দিন প্রমুখ। এ সময় অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্তম্ভ মূলত তিনটি। বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে রাজশাহী অঞ্চলের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশের জন্য মূল্যবান জীবনটাও বিলিয়ে দেন তারা। কিন্ত তাদের অনেকেরই স্মৃতি রক্ষা করা হয়নি। যেটি করা জরুরী। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্মৃতি রক্ষার্থে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করতে হবে।
তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়ন করতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে পুনরায় জিরো টলারেন্স ঘোষণা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়কে আরো একধাপ এগিয়ে নিতে হবে। দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে জনগণকে প্রধানমন্ত্রীর পাশে থাকার আহবানও জানান বক্তারা।#