আবুল কালাম আজাদ, রাজশাহী………………………………………………………………….
রাজশাহীর সাহেব বাজার এলাকায় চিনির গুদামে অভিযান চালিয়ে ১৩৪ বস্তা চিনি মজুদ পাওয়া গেছে। পরে আলী আহাম্মদ নামের ওই ব্যাবসায়ীকে ১৩৪ বস্তা চিনি মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৪ অক্টোবর সোমবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচানলা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম।
তিনি বলেন,রাজশাজীতে চিনির কৃত্রিম সংকট তৈরির জন্য মজুদ কারী গোডাউনে, বিভিন্ন চিনির দোকান ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে থাকবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। কেউ চিনির কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, অভিযান শেষে মজুদ করা চিনি সাহেব বাজার এলাকায় সরকারি নির্ধারিত দাম ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।#