1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁয় লিটন ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার বাঘায় তারুণ্যের সমাবেশে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কাঁদলেন আবু সাঈদ চাঁদ সোনামসজিদ আমদানি-রপ্তানীকারকের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল মনোনীত  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবগঞ্জে দোয়া মাহফিল রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে দু’জন বাংলাদেশী যুবককে হত্যা করে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতীয় বিএসএফ চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  তানোরে সারের কৃত্রিম সংকট, কৃষক দিশেহারা, আলু চাষ ব্যাহত হওয়ার আশংকা রূপসায় জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় তানোরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া 

বাঘায় তারুণ্যের সমাবেশে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কাঁদলেন আবু সাঈদ চাঁদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি: সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নির্যাতন-নিপীড়নের কথা বলতে গিয়ে কাঁদলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ। মঙ্গলবার (২ডিসেম্বর’২৫) বিকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষকে বিজয়ী করার লক্ষে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার একপর্যায়ে কেঁদে ফেলেন আবু সাঈদ চাঁদ।

তিনি বলেন, ‘আমরা আজকে একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। দেশনেত্রী খালেদা জিয়া অথৈ সংকটপূর্ণ অবস্থায়। যিনি আমাদের বাংলাদেশের এখন এক অন্যতম অভিভাবক। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়। তার জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। তার জন্য আমরা আজ দোয়া করি, যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন। সবার কাছে আমরা অনুরোধ করব, তার জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া তার সামনে আর কোনো পথ নেই।

তিনি আরও বলেন, ফখরুদ্দীন ও মইন উদ্দিনের সময় খালেদা জিয়া বিদেশে চলে গেলে অমানবিক নির্যাতন সইতে হতো না। তার ছেলেকে পঙ্গু হতে হতো না। কিন্তু তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি খালেদা জিয়া। দেশের ১৬ কোটি মানুষের কথা বিবেচনা করে সেদিন আপস করেননি। তার সময় ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্ন ছিলেন। মুসলমানদের মর্যাদা ছাড়াও অন্য ধর্মের প্রতিও কখনো বিরাগভাজন হননি।

সভাপতির বক্তৃতায় রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার বলেন, বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। এ দেশে ইসলাম ও মানবতার খেদমতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা আমরা সবাই জানি। দেশের মানুষকে ভালোবাসার কারণেই স্বৈরাচারী আমলে এত নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন। বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের নেতা মাওলানা সাজেদুর রহমান।

উপজেলা ছাত্র দল নেতা পলাশ আহমেদ ও আতিক হাসানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, পৌর বিএনপির সাংসঠনিক সম্পাদক আব্দুল লতিব, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল, সাধারণ  সম্পাদক আব্দুস সামাদ মুকুল,জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের জেলা কমিটির সভাপতি নাজমুল হক,সাধারন সম্পাদক মামুন আল হক,উপজেলা কমিটির সভাপতি আব্দুস সামাদ, উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,সদস্য সচিব শফিকুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি সোনিয়া আক্তার শাপলা, উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট