
# নাহিদ জামান, রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ এর আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা ২ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করে খুলনা ফুটবল একাডেমি ও বটিয়াঘাটা তরুণ সংঘ। তুমুল উত্তেজনাপুর্ন খেলার প্রথমার্ধে, দুই দল আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে ছন্দময় খেলা দেখালেও কোন দল গোলের দেখা না পাওয়ায় গোল শুন্য অবস্থান শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের সময় বটিয়াঘাটা তরুণ সংঘের নাহিদের গোলে দল ১-০ তে এগিয়ে যায়। খুলনা ফুটবল একাডেমি গোল পরিশোধ করার জন্য বারে বারে আক্রমন চালালেও বটিয়াঘাটা তরুন সংঘের বাধার প্রাচীরের সামনে তারা অসহায় হয়ে পড়ে। খেলার মাঝে দু’জন খেলোয়ার খেলা বহির্ভুত আচারণ করায় রেপারি দুই দলের দু’জন খেলোয়াড় কে লাল কার্ড দেখাতে বাধ্য হন। পরবর্তিতে কোন দল আর গোলের দেখা না পাওয়ায় বটিয়াঘাটা তরুন সংঘ ১-০ গোলে জয়লাভ করে কোয়াটার ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও সমাজসেবক সৈয়দ মাহমুদ আলীর স্পন্সরে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের একমাত্র গোলদাতা নাহিদ।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন রাজু ও আজিজুল ইসলাম বাবলু। খেলার ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন আবু মুসা শেখ। খেলা চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক আদিলুজ্জামান আদিল, পল্লি বিদুৎ এর এজিএম এম এ হালিম, বিএনপি নেতা এস.এম. আঃ মালেক, সৈয়দ নিয়ামত আলী, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আলম শেখ, ক্রীড়া সংগঠক আঃ রহমান, আন্তর্জাতিক ফিফা রেফারি মনির ঢালী, মুজিবর রহমান, ডাঃ মামুন, বিপ্লব, সাজ্জাদ হোসেন, সমাজসেবক আবুল কালাম, শুভ গালিব, রেফারি আলী আকবর, মনির শেখ, আয়ুব খান, বাবুল হোসেন, জামাল শেখ, ফেরদাউস সরদার, জহির খান, তাহসিন সহ আরও অনেকে। আগামীকাল ৩ ডিশেম্বর বুধবার টুর্নামেন্টে মুখোমুখি হবে শক্তিশালী নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও খুলনা এজাজ ফুটবল একাডেমি।#