1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
কবিতা…………………….. ঈশ্বরদীতে নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন “মাদক ও চাঁদাবাজির সাথে কোন আপোষ নয়”: এসপি তারিকুল  সোনামসজিদে ‘ডিসকাউন্ট শুল্কে’ কোটি টাকা উধাও, দুদক এর অভিযান চাঁপাইনবাবগঞ্জ সদরে তিন দিনের মাথায় আবারো সীমান্ত থেকে আসা বিদেশি পিস্তল সহ আটক ১ রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দিলেন এনসিপি নেতা পত্নীতলায় খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল  রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময়- সময় টিভির  ও এখন টিভির সাংবাদিককে লাঞ্ছিত ও হামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে কামারগাঁয় নির্বাচনী সেন্টার কমিটি গঠন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ঈশ্বরদীতে নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক,ঈশ্বরদী,পাবনা:  জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা কার্যক্রমকে বাধাগ্রস্ত করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে ৩৮ জন নেতাকর্মীর নামে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মিথ্যা মামলা দায়ের  করেছে বলে দাবি করেছেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ। সোমবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকার জিগাতলার নিজ বাড়িতে পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নের পক্ষে মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই দাবি করেন।

এসময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন প্রার্থীব, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সম্রাট হোসেন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য আল আমিন হোসেন উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান ও পাবনা জেলা তরুণ দলের যুগ্ন আহবায়ক সজীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান পলাশ আরও বলেন, গত ২৭ নভেম্বর বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গরগরি আলহাজ্ব মোড়ে মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামাত শিবিরের ক্যাডাররা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপর নির্বিচারে গুলিবর্ষণ, হামলা ও ভাঙচুর করে। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো দেশবাসীসহ বিশ্ববাসী দেখেছেন। গুলি ও হামলার ঘটনার নেপথ্যে ছিল পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া ) জামাত ইসলামের প্রার্থী আবু তালেব মন্ডল তার সশস্ত্র ক্যাডার বাহিনী তুষার মন্ডলসহ প্রায় শতাধিক জামাত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা বাহিনী।

তিনি আরো দাবি করেন, নিরীহ চরবাসীর উপর নির্বিচারে গুলিবর্ষণ,হামলা ও ভাঙচুর করে তারা। পরবর্তীতে জামাত ইসলামী ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালায়। তারা প্রথমে গুলির ঘটনাটি বিএনপির ওপর চাপানোর চেষ্টা করেন, কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরে ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা যায় জামাত শিবিরের মিছিল থেকে জামাতের শিবিরের সন্ত্রাসী আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডল এর সহচর তুষার মন্ডল গুলিবর্ষণ করায় ঘটনাটি সংঘটিত হয় ।

আমি (নয়ন)তখন সাহাপুরের থেকে সিলিমপুরের রাস্তায় অবস্থান করছিলাম এবং আমার ফেসবুক আইডিতে লাইভ চলছিলো । আমরা মূলত: আমাদের নেতা ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা করছিলাম । শোভা যাত্রাটি নিয়ে আমরা যখন আওতাপাড়া হয়ে মুচি পাড়ার রাস্তায় এসে উপস্থিত হয় তখন দেখতে পায় দু’পাশ দিয়ে বেশ কিছু মানুষ এবং একটি প্রাইভেট নোহা গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ।  লোক মারফতে জানতে পারলাম সেখানে জামাত ইসলামের প্রার্থী আবু তালেব মন্ডল এর গাড়িতে কে বা কারা হামলা করে ভাংচুর করেছে।  প্রমাণস্বরূপ ভিডিওসহ আমার কাছে সব রকম প্রমাণ আছে। তারা পরবর্তী পর্যায়ে সেই ঘটনাকে নিয়ে ঈশ্বরদী থানায় উভয়পক্ষ অভিযোগ দায়ের করে। যে অভিযোগে/ মামলায় আমাকে আসামি করা হয়েছে । আমাকে শুধু আসামি করা হয়নি মামলায় আমার ওপর সর্বোচ্চ গ্রাউন্ড দেয়া হয়েছে । অথচ ঘটনা সংঘটিত হওয়ার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। সভায় মিথ্যা মামলায় জড়ানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট