
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপর হামলা ও এখন টিভির সোহান মাহমুদকে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানমবন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিকরা বলেন, দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। সাংবাদিকদের উপর হামলায়ও কঠোর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এ অবস্থার উন্নতি না হলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে না। গোমস্তাপুরে যে দুইজন সাংবাদিকের উপর হামলা হয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।
এর আগে গত ২৭ নভেম্বর রাত আটটায় জেলার রহনপুর কলেজ মোড়ে সংবাদ সংগ্রাহকাল চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় তাঁকে মারধর করা হয়। সাংবাদিক পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর ক্যামেরা ভেঙে ফেলেন হামলাকারীরা। ঘটনার সময় এখন টিভির প্রতিনিধি সোহান মাহমুদ বাধা দিতে গেলে তাঁকেও লাঞ্ছিত করা হয়।#