1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
হেফাজতে থাকা আসামির বিতর্কিত বক্তব্যে ঝড়, আরএমপি কমিশনারকে তলব বিচারকের ছেলে হত্যা: দায়িত্বে অবহেলায় এসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন বাঘা পৌর কৃষকদলের পরিচিতি সভা, উন্নয়নে কৃষকের পাশে থাকার অঙ্গিকার ভারতের দাদাগীরী আর দেখতে চাই বাংলার মানুষ:  চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলবঃমির্জা ফখরুল আত্রাইয়ে অধ্যক্ষ মাহবুবুল হক দুলুকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা সাতক্ষীরার আটুলিয়ায় ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ওলামা সম্মেলন আদর্শ মানুষ গড়ার চাবিকাঠি: ‘আপনা আচরি ধর্ম অন্যরে শেখাও’ আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত

গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলবঃমির্জা ফখরুল

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জে গঙ্গা–পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “আমাদের গঙ্গা–পদ্মা, আমাদের অধিকার” এবং “বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ—সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আয়োজন করা এ সমাবেশে হাজারো মানুষের অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পদ্মা নদী শুধু একটি নদী নয়—এটি আমাদের অস্তিত্ব, আমাদের কৃষি ও জীবিকার প্রধান উৎস। ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করতে হলে জাতীয়ভাবে শক্ত অবস্থান নিতে হবে।” তিনি আরও বলেন, “গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলব।”

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন, “স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কারও উপর নির্ভরশীল নই। দেশের জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সাবেক এমপি মোঃ মিজানুর রহমান (মিনু) বলেন, “পদ্মার পানি শুকিয়ে গেলে এ অঞ্চলের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। তাই আজকের এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়—এটি মানুষের বাঁচার অধিকার।”

সাবেক এমপি ও বিএনপির সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন বলেন, “পদ্মার পানি বাঁচাতে হলে আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত কণ্ঠস্বর তুলতে হবে। জনগণের দাবি আজ স্পষ্ট—ন্যায্য পানি চাই।” মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “গঙ্গা-পদ্মার পানি বণ্টন কোনো দয়া নয়, এটি বাংলাদেশের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।”

আরও বক্তব্য দেন,  এ্যাড. শফিকুল হক মিলন, ত্রাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি; আবু সাঈদ চাঁদ, আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপি; অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান; এবং বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান। সমাবেশের সভাপতিত্ব করেন সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ হারুনুর রশীদ।

তিনি বলেন, “পদ্মার পানি বাঁচানো মানেই উত্তরবঙ্গকে বাঁচানো। আমাদের অধিকার আদায়ে এই সংগ্রাম চলবে।” নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ গণসমাবেশের আয়োজন করে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে সমন্বয় কমিটি, চাঁপাইনবাবগঞ্জ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট