#মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ, প্রধান শিক্ষকের কক্ষের ভিতরে চারপাশে টাইলস, ৮ টি দরজা জানালা রিপেয়ারিং, দোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের প্যাটেস্টন ও রঙের কাজ এবং তিন তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ১ম ও ২য় তলার গ্রিল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এই কাজের ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই কাজের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী মো: জাকিউল আলম ডুয়েল,সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন আকন্দ,উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন,বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাহিদুল ইসলাম সবুজ,শিক্ষক প্রতিনিধি ইউনুছ আলী, ঠিকাদার মামুনুর রশীদ অপু,রবিউল ইসলাম রনি, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।#