বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহী বাঘার বাজু বাঘা ইউনিয়নের জোতরাঘব কেন্দ্রীয় গোরস্থান কমিটির আয়োজনে শনিবার (১৩-৯-২০২৫) দুপুরে গোরস্থান প্রাঙ্গনে কবরস্থ ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
তিনি বলেন-৩ বছরের শাসনামলে জিয়াউর রহমান শান্তি সম্পৃতি,ঐক্যের মধ্যে দিয়ে সৌহাদ্যর্পূর্ণ আচরণ করে দেশ পরিচালনা করেছেন। বিএনপির কর্মী হিসেবে আমরাও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দেখানো পথে চলতে চাই। আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে। একথা মনে করে আমাদের পথ চলতে হবে। চাঁদ বলেন, তৃণমূল নেতা কর্মী আছে বলেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা) আসনে দলীয় মনোনয়ন নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। চলার পথে নিজের ভূলের ক্ষমা চেয়ে সকলকে পাশে দাড়ানোর আহ্বান জানান চাঁদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোরস্থান কমিটির সভাপতি আসলাম হোসেন মালিথা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক, সামসুল ইসলাম। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ সাজেদুর রহমান। পরে গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামে দেড়শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম টিপু, সাবেক সম্পাদক এমদাদুল হক,সাবেবক সাংগঠনিব সম্পাদক শামসুল ইসরাম, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল, বাউসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দীন, রাজশাহী জেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম শফি, বাঘা বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল, গড়গড়ি ইউনিযন যুবদলের সভাপতি আব্দুল মনিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলান উদ্দীন, আমিনুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার, বিএনপির ফিরোজ মন্ডল,রবিউল মেম্বর, বিএনপির আইন ফোরামের মাহবুব আলম জনি, যুবদলের তানভীর ফয়সাল তুর্য, বাজুবাঘা ইউনিয়নের যুবদল নেতা জিয়াউর রহমান সানা,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সেলিম রেজাসহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃৃবৃন্দ।#