নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারায় বাংলাদেশ গার্ল গাইডের আয়োজনে দীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১১সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে দীক্ষা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক রিনা ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা গার্ল গাইড এসোসিয়েশন এর স্থানীয় কমিশনার প্রধান শিক্ষক নাজমা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার ড.আব্দুল মমিত, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম, বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন রাজশাহীর প্রশিক্ষক তানজিমা বিনতে হান্নান প্রমূখ।#