1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের গণসংযোগ ও ৩১দফার লিফলেট বিতরণ  তানোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা  নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন ‎ বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ এর উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জে কৃষকদলের লিফলেট বিতরণ দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ র‍্যালি পুরস্কার বিতরণ ও আলোচনা  নওগাঁর মান্দায় র‌্যাব-৫ এর অভিযানে গাঁজা, ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক গোমস্তাপুরে সমকাল মেধা অন্বেষণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

রাজশাহী পুলিশ পরিবারের ৪০ জন শিক্ষার্থীকে আরএমপি’র মেধাবৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, (স্টাফ রিপোর্টার): পুলিশ কমিশনার  আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় আরএমপি সদর দপ্তরে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান ২০২৩ উপলক্ষ্যে নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের  ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান করেছে।

উক্ত অনুষ্ঠানে আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার  মোহাম্মদ আবু সুফিয়ান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করেন। এসময় শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তান ও গর্বিত অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সন্তানরা মেধা ও যোগ্যতায় এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্বিত। আজকের এই মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা হয়ে দেশকে নেতৃত্ব দেবে। বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হবে, ভাষাজ্ঞান বাড়াতে হবে এবং বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, শুধু পাঠ্যবই পড়লেই যথেষ্ট নয়, নৈতিক শিক্ষা অর্জন করাও জরুরি। বাবা-মাকে সম্মান করা, তাঁদের উপদেশ মেনে চলা এবং সৎ পথে অটল থাকার মাধ্যমে জীবনে প্রকৃত সফলতা অর্জন সম্ভব। তিনি বলেন, ইচ্ছাশক্তি ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ভালো ফলাফল করা যায়। সমাজের প্রত্যাশিত শিক্ষা গ্রহণ করতে হবে এবং সর্বদা নৈতিক আচরণ বজায় রাখতে হবে। স্রোতে ভেসে না গিয়ে আত্মপ্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

পুলিশ কমিশনার মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। বাংলাদেশ পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও জীবনে সাফল্য অর্জনে উৎসাহিত করতে প্রতি বছর মাননীয় ইনস্পেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ এর পক্ষ থেকে মেধাবৃত্তি প্রদান করা হয়। গত ২০২৩ সনের জন্য আরএমপিতে কর্মরত পুলিশ ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্যে হতে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত এইচএসসি পরীক্ষার্থী ২জন ও এসএসসি পরীক্ষার্থী ৩৮ জন মোট ৪০ জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট