1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে বিয়ের নাটক সাজিয়ে মামলা ও মানহানির চেষ্টার অভিযোগ এক নারীর বিরুদ্ধে বাঘায় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা, প্রশাসনের হস্তক্ষেপে ২শ’ ঘুঘু পাখি অবমুক্ত বদরগঞ্জে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর আলোচিত ঠিকাদার ও হুন্ডি ব্যবসায়ী ‘মুকুল’ ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল আত্রাইয়ে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ শিবগঞ্জে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয় আনন্দ র‌্যালী কনসার্ট চলাকালে দেশীয় অস্ত্রসহ যুবক আটক রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

ফ্যাসিবাদের পতন হলেও বৈষম্যের অবসান ঘটেনি ডাঃ আব্দুল বারী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশিক ইসলাম,বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোডাউন মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন। উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ওহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বাগমারা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী।

প্রধান অতিথি ডাঃ আব্দুল বারী বলেন, “গত বছর এই দিনে ফ্যাসিবাদের পতন হয়েছিল। এক বছর পার হলেও বৈষম্যের অবসান ঘটেনি। এখনও চাঁদাবাজি চলছে, সন্ত্রাস চলছে, খুন ও ধর্ষণ হচ্ছে। যারা এসব করছে তারা দেশের শত্রু, মানবতার শত্রু। তাদের প্রতিহত করতে হবে।” প্রশাসনের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, “গত বছর এই দিনে ভবানীগঞ্জসহ বাগমারার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া ও গুলি বর্ষণ করা হয়েছিল। সেই অস্ত্রগুলো কোথায়? কেন এখনও উদ্ধার করা হলো না? দ্রুত এসব অস্ত্র উদ্ধার করতে হবে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে কোন আমানতের খেয়ানত হবে না। কেউ নির্যাতনের শিকার হবে না। প্রত্যেকে তার ন্যায্য অধিকার ঘরে বসেই পাবে।

পথসভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতের রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদ খান, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর আমীর অধ্যাপক শহিদুজ্জামান মীর, বাসুপাড়া ইউনিয়নের আমীর অধ্যাপক আতাউর রহমান, ছাত্রশিবিরের বাগমারা উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ শফিকুল ইসলাম খান, তাহেরপুরের সভাপতি মারুফ আহমেদ সহ জামায়াত নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবস্থা এবং জনগণের অধিকার আদায়ের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের শান্তি ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট