1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
 অন্তঃসত্ত্বা ভারতীয় নারীকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি শাহরিয়ার ইলেভেনেস চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ট্রফি উন্মোচন, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপসা উপজেলা প্রেসক্লাবে দোয়া  রূপসায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেন বাকুর দাফন সম্পন্ন পাবনা-৪ আসনের ভোটাররা  ক্লিন ইমেজের র্প্রাথীর অপেক্ষায় প্রহর গুণছে  দুর্গাপুরে আলেম সমাজকে নিয়ে জামায়াতের উলামা সমাবেশ পারিবারিক আবেগের প্রতি শ্রদ্ধা: বিএসএফ–বিজিবির সমন্বয়ে মরদেহ দেখার সুযোগ কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন

রাজশাহীতে ‘পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার, সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ : সচেতনতা ও সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মিলনায়তনে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। স্বাগত বক্তব্য দেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান গবেষক, শিক্ষক এবং নিরাপত্তা বিশ্লেষকরা পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজলের সভাপতিত্বে এবং কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের সঞ্চালনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠীসহ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভূমি বিরোধসহ অন্যান্য দীর্ঘমেয়াদি সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে হবে। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই পার্বত্য অঞ্চলের সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে বক্তারা মত দেন।

বক্তারা  বলেন, সেনাবাহিনী ব্যারাকে ফেরার পর থেকে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজির ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে, যা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান। আলোচক ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক উপ-উপাচার্য ড. শাহাদাত হোসেন মণ্ডল, ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. শাহাব এনাম খান ও রাজশাহী বারের সভাপতি আবুল কাসেম, ব্যারিস্টার আনোয়ার হোসেন।

আলোচনায় অংশ নেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আবদুর রহমান সিদ্দিকী, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী, মনোবিজ্ঞানী অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস, ফোকলোর বিশেষজ্ঞ অধ্যাপক ড. আমিরুল ইসলাম প্রমুখ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট