1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবন ওয়ার্ড মেম্বর মোছাঃ জরিনা বেগম বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ আত্রাইয়ে বিএনপি‘র ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে ২ বছর  কারাদণ্ড ও অর্থদণ্ড এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৬ এরমধ্যেও ৮০ জন জিপিএ -৫ প্রাপ্ত আত্রাইয়ে একরাতে একই সময়ে মিটার বক্স ভেঙে দু’টি মিটার চুরি রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা

বাঘায় অবস্থান কর্মসূচির মাধ্যমে সড়কে চলাচল বিঘ্ন সৃষ্টির প্রতিবাদ-নিরাপদ সড়কের দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে সড়কে চলচল বিঘ্ন সৃষ্টির প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবি করা হয়েছে। রাস্তার উপরে অবৈধ দোকানের মালামাল,নির্মাণ সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র রেখে জনসাধারনের চলাচল বিঘ্ন সৃষ্টির প্রতিবাদে মঙ্গলবার(২০ মে’২৫) শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারনের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ‘হোক প্রতিবাদ ঘরে ঘরে,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ান সবাই,আসুন না সবাই অমরা সচেতন হই,অকালে আর কোন মায়ের বুক যেন খালি না হয়’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওয়ালে এসব কথাও লিখা হয়েছে।

গত সোমবার (১৯ মে’২৫) যাত্রীবাহী বাস-মোটরসাইকেল সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত ও দুইজন আহতের ঘটনায় জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেন,বাঘা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ হাসান, শাহ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান প্রান্ত, কামরুজ্জামান কিশোর, সিরাজুম মনিরা ,মাহিম হাসান নূর প্রমুখ।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ সড়কের দাবি তুলেছেন অনেকেই। জানা যায়, মোটরসাইকেল চালিয়ে বাঘা সদরে গ্রীন হ্যাভেন স্কুলে নার্সারিতে পড়ুয়া ৫ বছর বয়সের মেয়ে উম্মে তুরাইফা খাতুনকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন জাহেদুল ইসলাম (শান্ত) (২৭)। ওই মোটরসাইকেলে ছিলেন শান্তর অন্তঃস্বত্তা স্ত্রী জেসমিন আক্তারি (২৪)। পথিমধ্যে সকাল পৌণে ৯টায় বাঘা-ঈশ্বরর্দী সড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাঘা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুপার সনি যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের সঘর্ষে ডান পায়ের হাটুর উপরের অংশ বিছিন্ন হয়ে যায় শিক্ষার্থী তুরাইফার ও তার বাবা শান্তর । ডান হাতের হাড় ভেঙে ও মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন জেসমিন আক্তারিও। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। বিকেল ৫টায় রামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শান্ত। মা ও মেয়ে রামেকে ভর্তি আছে।

মঙ্গলবার(২০ মে’২৫) সকাল ১০টায় জানাযার নামাজ শেষে শান্তকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। নিহত জাহেদুল ইসলাম (শান্ত) লালপুর উপজেলার বেরিলাবাড়ি (জামতলা) গ্রামের বাসিন্দা মালোয়েশিয়া প্রবাসী এজাহার আলীর ছেলে। ভালো পড়া লেখার জন্য মেয়েকে গ্রীন হ্যাভেন স্কুলে ভর্তি করেন।

নিহত শান্তর শ্বশুর জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, জামাইয়ের মৃত্যুর খবর মেয়েকে সেভাবে জানানো হয়নি। নাতনি তুরাইফা এখানো বুঝে উঠতে পারেনি তার এক পা কেটে ফেলা হয়েছে ও তার বাবা আর পৃথিবীতে নেই। চেতন পেয়ে জানতে চেয়েছে- বাবা কই? বলেছে,মোবাইল দাও দাদীর সাথে কথা বলবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট