1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ​অবাধ ও নিরপেক্ষ নির্বাচন: ঘোষণার প্রতিশ্রুতি ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শিবগঞ্জে দৈনিক পৃথিবী সংবাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালুপুর নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬: চ্যাম্পিয়ন সিডনি সিক্সার জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা শহীদ জিয়াউর রহমান কখনো নিজের ও পরিবারের কথা ভাবেননি:মিনু মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ সারিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ২৫ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ নাচোলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

যশোরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:                                            যশোরের রামনগর ভাটপাড়া গ্রামে নিখোঁজ কিশোর তানভীর হাসান নিশানের (১৪) মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তানভির হাসান নিশান ভাটপাড়া আলীয়া মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে পাশের দোকানে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরিবারের দাবি, রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি নিশানের মোবাইল নম্বর দিয়ে ফোন করে পরিবারের কাছে পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং কিছুক্ষণ পর ফোন কেটে দেয়। এ ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার দুপুরে বাড়ির কাছের একটি পুকুরে কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তির পায়ে কিছু লেগে গেলে সন্দেহ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নিশানের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরের হাত-পা লুঙ্গি দিয়ে বাঁধা ছিল এবং তার মরদেহ পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছিল। স্থানীয়দের ধারণা, মুক্তিপণ না পেয়ে নিশানকে হত্যা করা হতে পারে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্কিত স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট