শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীন হোসেন (২৪) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সকালে সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরের আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্বাধীন হোসেন একই উপজেলার মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে এবং ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘‘গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।#