জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সারাদেশে খুন, ধর্ষণ, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও গণ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণকারীরা দেশে সম্প্রতি ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যাকা-ের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ৫ দফা দাবি পেশ করা হয়। এগুলো হলো- শিশু আছিয়াসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপূরণ প্রদানসহ পুর্নবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে; নারী ও শিশু ধর্ষণের বিচার সংক্রান্ত আইন সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে বিচার ও তার শাস্তি নিশ্চিতকরণ, নারীর চলাফেরা, বাক-স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু বিবাহ রোধে প্রচলিত আইনের যুগ-উপযোগী সংস্কার ও বাস্তবায়ন; সকল পরিবহনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত এবং পরিবহন শ্রমিকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে।
মানবধিকার কর্মী মাধব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদ্যসচিব আলী নুর খান বাবুল, আঃ সামাদ, মফিজুল ইসলাম, কওসার আলী, নাগরিক নেতা আদিত্য মল্লিক, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, উন্নয়ন কর্মী গাজী মাহিদা মিজান, সাংবাদিক রঘুনাথ খাঁ, সুবর্ন নাগরিক শিহাব, কর্ণ বিশ্বাস, যুব নেতা আরিফুল ইসলাম, মুনসুর রহমান প্রমুখ। সম্মিলিত নাগরিক সমাজের এই প্রতিবাদ কর্মসূচিতে মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র-আসক, স্বদেশ, বারসিক, সুশীলন, উত্তরণ, এডাব, এইচআরডিএফ, সিএসওএইচআরডি কোয়ালিশন, সিডো, ক্রিসেন্ট, এইচআডি নেটওয়ার্ক, সৃজনী, হেড, বাংলাদেশ মহিলা পরিষদ, সনাক ইয়েসগ্রুপ, ব্রেকিংদ্য সাইলেন্স, দি হাঙ্গার প্রজেক্ট, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, রূপান্তর সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, সমাজকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নির্যাতিত নারীদের প্রতিনিধিরা অংশ নেন।#