নিজস্ব প্রতিনিধি, বাগমারা..
রাজশাহীর বাগমারা’য় তাহেরপুর পৌরসভার বেশ তিনটি ওষুধ ফার্মেসীতে জরিমানা করা হয়েছে। আজ ৩ ফেব্রুয়ারী বেলা ১২ টায় বাগমারা উপজেলা তাহেরপুর হরিতলায় তিনটি দোকানে, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ (খ) আইন ভঙ্গের দায়ে, মেসার্স তাহেরপুর ফামের্সী মালিক আতাউর রহমান কে ২০০০ হাজার টাকা, মেসার্স মরিয়ম মেডিকেল স্টোর মো: আব্দুস সালাম কে ৩০০০ হাজার টাকা , শিলা ফামের্সী, মইনুল ইসলাম ২০০০ হাজার জরিমানা করে, বাগমারা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নাহিদ হোসেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মোঃ নাহিদ হোসেন জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে তাহেরপুর তিনটি ওষুধ ফার্মেসীতে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।#