ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন২টি প্যানেলের মনোনয়ন পত্র দাখিল করেছে। ১৯ ডিসেম্বর (রবিবার) সকালে জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ হোসেন এর নিকট জমা দেন।
আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম, বর্তমান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৫নং উপদেস্টা এবং জেলা বিএনপির সাবেক সদস্য সহসভাপতি খান শহিদুল ইসলাম বর্তমান জেলা বিএনপির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো. সোহেল আকন, বর্তমান কাঠালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য যুগ্মসম্পাদক মো.ফয়সাল খান, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহআইন বিষয়ক সম্পাদক, অর্থ সম্পাদক মো. ফিরোজ হোসাইন, বর্তমান উপজেলা বিএনপির আইন ও মানবাধিকার সম্পাদক ভিজিল্যান্স সম্পাদক মো. মোফাজ্জল হোসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান ১নং উপদেস্টা, জেলা বিএনপির সাবেক সদস্য লাইব্রেরী সম্পাদক মো. আরিফ হোসেন খান জেলা বিএনপির সাবেক সদস্য ও আইনজীবী ফোরামের সহসাংগঠণিক সম্পাদক ভর্তি সম্পাদক মো. আককাস সিকদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জেলা বিএনপির সাবেক সদস্য মো. আনিসুর রহমান খান, জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী।
জামায়েতে ইসলামী বাংলাদেশের ল ইয়ার্স কাউন্সিল প্যানেলে সাধারণ সম্পাদক পদে বিএম আমিনুল ইসলাম, যুগ্নসম্পাদক মো. নাছির উদ্দিন, ভর্তি সম্পাদক কাঞ্চন মিয়া, নির্বাহী সদস্য মো. শহিদুল্লাহ জমাদ্দার।#