শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে শিবগঞ্জ পৌর-উপজেলা ও আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার জাহান সুজনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোখলেসুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এখলেসুর রহমান পলাশ, আতিকুর রহমান, শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাসার ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমানসহ অন্যরা।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক তোসিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহমেদ বাবু ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ড্যাবের সদস্য ডা. নাহিদুজ্জামান সুমনসহ অন্যরা।
এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সুচনা হয়। শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।#