শাহরিন সুলতানা সুমা,গাইবান্ধা :গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশন চালু করার দাবি জানিয়ে আসছে এলাকাবাসি দীর্ঘ দিন থেকে। নলডাঙ্গাবাসী রেলষ্টেশন যা বিগত ১৬ বছর থেকে বন্ধ রয়েছে। পার্শ্বে বামনডাঙ্গা ষ্টেশন সকল ট্রেনের স্টপেজ রয়েছে। বামনডাঙ্গায় পুলিশ হত্যা ঘটনার পর ও ক্লোজডাউন হয়নি।
এলাকাবাসির ধারণা নলডাঙ্গা ষ্টেশনে সবচেয়ে রাজস্ব আদায় বেশি হবে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ওয়াদা করেছিলেন নলডাঙ্গাবাসীর সামনে হাঁজার হাঁজার লোকের সামনে আন্তঃনগর ট্রেন স্টপেজ উদ্বোধন করা হবে। কিন্তু কাজের কাজ হয়নি। এ স্টেশনে আজো কোনো ট্রেন দাঁড়ায় না। তাই নলডাঙ্গা বাসীরপ্রাণের দাবি বুড়িমারী , লালমনির এক্সপ্রেস ট্রেন , করতোয়া এক্সপ্রেস ট্রেন, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সহআন্তঃনগর সব ট্রেন ষ্টপেজ রংপুর এক্সপ্রেস ট্রেন টিকেট সরবারহ , সকল আন্তঃনগর ট্রেন টিকেট সরবারহ নলডাঙ্গাষ্টেশন মাষ্টার , রেলপুলিশ , জি আরপি রেল থানা, ওভারব্রিজ, যাত্রী ছাউনী, রেলষ্টেশন কাজ শুরু হয়েছে। আজও নলডাঙ্গা রেলষ্টেশন কাজ শেষ হয়নি। ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসি জানিয়েছে।
এব্যাপারে বর্ত মান সরকার প্রধানসহ, জেলা প্রশাসক গাইবান্ধা, বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর, স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ঢাকা মহাপরিচালক, ডি আর এম লালমনিরহাট, জিএম রাজশাহী, ও রেল মন্ত্রণালয়ে লিখিত ্রাআবেদন করা হয়েছে। গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশনটি জরুরী ভিত্তিতে চালু করা দরকার রংপুর এক্সপ্রেস ট্রেন টিকেট সরবারহ সকল আন্তঃনগর ট্রেন টিকেট সরবারহ বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ষ্টপেজ সকল আন্তঃনগর ট্রেন ষ্টপেজ নলডাঙ্গাবাসীর প্রাণের দাবি ।#