# পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু…………………………………………….
নিতপুর থেকে দীর্ঘদিন ধরে চলমান বি আর টি সি বাসটি কখন পরিবর্তন হবে প্রশ্ন কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষের উৎকন্ঠা মানুষ কে টেকসই ভাবে সেবা দেওয়া কিন্তু তার ব্যাতিক্রম সেবা বি আর টি সির কর্তৃপক্ষের। এই লক্কর ঝক্কর বি আর টি সির কারণে যে কত মানুষের প্রান গেল একমাত্র মহান রাব্বুল আলামিন জানে। কিন্তু কর্তৃপক্ষ জানেনা। প্রতিনিয়ত সমস্যা লেগে থাকছে এই বি আর টি সির। সবচাইতে বেশি বিড়ম্বনার মধ্যে পড়ে বর্ষকালে সিটে বসে থাকা যায় না। ভিজে ভিজে যেতে হয়। অসুস্থ রোগী মানুষের বিপর্যয় বিড়ম্বনা তো অন্তরালে লুকিয়ে থেকে যাচ্ছে। কর্তৃপক্ষের সমীচীন মানুষকে সেবা দেওয়া কিন্তু কে কার খোঁজ খবর করে।বি আর টি সি বাস কর্তৃপক্ষের তো এসি গাড়ি আছে আল্লাহর রহমতে।
পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী সাহেব প্রতি সপ্তাহে তিনি রাজশাহী যান এই বি আর টি সি তে এ ব্যাপারে তিনার সঙ্গে কথা হলে তিনি জানান আমি মানুষ কে কষ্ট দেওয়া কথা বলিনিনা তবে কর্তৃপক্ষের উচিৎ জনগণের সুবিধার্থে একটি সুন্দর পরিবেশ মূলক বাস দেওয়া। মানুষ যাতে সুন্দর ভাবে রাজশাহী যেতে পারে।
অপর দিকে বিশিষ্ট রাজনীতি বিদ ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক ভাই এই সঙ্গে লক্কর ঝক্কর বিআরটিসি বাসটি অবস্থা সম্পর্কে কথা হলে ভীষণ দুঃখ প্রকাশ করলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় অজ্ঞাতনামা লোকজন জানান এই বিআরটিসি তে কতটা মানুষ যে মারা গেল তা অবর্ণনীয় দৃষ্টান্ত হয়ে আছে।
এ ব্যাপারে বিআ টিসি বাসটির দায়িত্ব থাকা কর্মচারীদের জিজ্ঞেস করা হলে তারা জানান, আমরা কর্মচারী আমাদের বলার কিছু নেই। এটা কর্তৃপক্ষের বিষয়।
এব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান এর মোবাইল নাম্বার ০১৭১১-১১৩৬৯৪ এ যোগাযোগ করা হলেমুঠো ফোন বন্ধ পাওয়া যায়। বিষয় টি কর্তৃপক্ষের দেখা সমীচীন বলে মনে করছে এলাকাবাসী এবং একটি নতুন বিআরটিসি বাসের আবেদন যাত্রীদের।#