1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় মাদকসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সম্মেলন খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কেসিসির লাইসেন্স অফিসার গ্রেফতার তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা মোহনপুর সইপাড়াতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত রানীশংকৈলে ২ টি মামলায় আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার আত্রাইয়ে আত্রাই নদীতে হটাৎ জোয়ারের পানি প্রবাহ শুরু বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি :সভাপতি মামুন, সম্পাদক মাখন জুলাই-আগস্ট বিপ্লবে ঝালকাঠির নিহত ১০ পরিবারকে জেলা পরিষদের ২০ লাখ টাকা সহায়তা প্রদান বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যার ১৫ দিন পেরিয়ে গেলেও আসামী না ধরায় উৎকন্ঠা পরিবারের 

১২ দিনে কোটি টাকার মিশনে শ্যামনগর থেকে বদলী হওয়া এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ সাইফুল ইসলাম, শ্যামনগর, সাতক্ষীরা……………………………………………………..

সাতক্ষীরা জেলার শ্যামনগর থেকে বদলী হয়েছেন এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান। বদলী আদেশ মোতাবেক শ্যামনগর সহকারী কমিশনার (ভুমি) হিসাবে দায়িত্ব বুঝে দেওয়ার জন্য তিনি আগামী ৩০ মার্চ পর্যন্ত শ্যামনগরে অফিস করবেন। যাওয়ার সময় তার নিকটে পেন্ডিং থাকা ১৫০ ধারার মামলা, নাম পত্তন কেস সহ সকল প্রকার উৎস থেকে কোটি টাকার মিশনে নেমেছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

এমনই একজন ভুক্তভোগী শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আবুল কাশেমের পুত্র আল মামুন জন প্রশাসন মন্ত্রনালয়ের সচিব বরাবর অনলাইন অভিযোগ সেবার মাধ্যমে অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বলেন শ্যামনগর উপজেলার রমজাননগর মৌজার এস এ ৪৩৫ খতিয়ানের ১ একর জমির মালিক, তিন ভাই কোমরদ্দীন, কেরামদ্দীন ও ময়জদ্দীন সমান অংশ। দেঃ ৫৯/৯৭ মামলায় তিন ভাই সমান অংশে স্বত্ত্ব প্রচারের ডিগ্রি লাভ করে। কিন্তু ময়জদ্দীনের ওয়ারেশগন দেওয়ানী আদালতের ডিগ্রি গোপন করে ১৩২/৬১-৬২ নিলাম উল্লেখ করে সম্পুন্ন জমি ২৬৪/২১-২২ নং কেসে ৩৯ শতক এবং ১৫৭৫/২৩-২৪ নং কেসে এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান একই জমি একই ব্যাক্তির নামে পর পর দুইবার মিউটেশন করিয়ে দেয়। বিষয়টা জানতে পেরে মামুন দিং ১৫০ ধারা মোতাবেক মিউটেশন বাতিল করার জন্য ৮৯/২৩-২৪ ও ৯০/২৩-২৪ নং কেস দায়ের করেন।

উক্ত কেস দুটির বিষয়ে তদন্ত করে কৈখালী ইউনিয়ন ভুমি কর্মকর্তা দেওয়ানী আদালতের রায় থাকার কারণে মিউটেশন কেস দুটি বাতিল করার সুপারিশ করেন। সে মোতাবেক গত ২৭ ফেব্রুয়ারী শুনানী নিয়ে দেওয়ানী আদালতের রায় দেখে মিউটেশন দুটি বাতিল হবে মর্মে মতামত ব্যাক্ত করে ১৮ মার্চ রায়ের জন্য দিন ধায্য রাখেন। রায়ের সময় অপর পক্ষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে রায় পাল্টে দিয়ে মিউটেশন দুটি বহাল রাখার আদেশ দেন বলে আল মামুন অভিযোগে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মাত্র ১১ দিন এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান শ্যামনগরে থাকবেন এ সময়ে প্রতিদিন তিনি তার অফিসে শত শত নাম পত্তন কেস প্রতি ৩ হাজার থেকে শুরু করে ২০/ ৫০ হাজার পর্যন্ত ঘুষ নিয়ে একের পর এক ফাইলে সই করছেন। এই অল্প সময়ে যে পরিমান ফাইল নিস্পত্তি করেছেন তা তার শ্যামনগরে যোগদানের পর থেকে রেকড সংখ্যক ফাইল নিস্পত্তি হচ্ছে বলে অভিযোগকারী আল মামুন জানান।

অভিযোগের বিষয়ে এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামানের কাছে জানতে তার সরকারী নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ করেন নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট