1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান 

তানোরে জমি বায়নামা করে বিপাকে ক্রেতা 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….

রাজশাহী তানোরে ফসলি জমি বায়নামা করে বিপাকে গ্রহীতা ভুক্তভোগী পরিবার। বিক্রির উদ্দেশ্যে জমি বায়নামা ও টাকা নেয়ার পর জমি না দিয়ে বিভিন্ন কৌশলে কালক্ষেপণ করা হচ্ছে। উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কলমা গ্রামে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, এক  তফসিল উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-২২, মৌজা নয়টিপাড়া, খতিয়ান নম্বর এসএ ১২৮ ও আরএস ৮ নম্বর, দাগ নম্বর এসএ ৪ ও আরএস ৪, শ্রেণী ধানী, পরিমাণ ১.১০ একর কাতে ৬২ শতাংশের কাত ২০ শতাংশ। এবং অপর তফসিল  একই মৌজায় খতিয়ান নম্বর এসএ ৫৬ ও আরএস ৪৯ নম্বর, দাগ নম্বর এসএ ২৭ ও  আরএস ৪৯, শ্রেণী ধানী, পরিমান ৮.০০ একর কাতে ৩৬ শতাংশ কাত ২০ শতাংশ। পৃথক দুই তফসিলে মোট ৫৩ শতক জমি কেনার জন্য নগদ ৮ লাখ ৫ হাজার টাকা দিয়ে বায়নামা করা হয়েছে। দাতা কলমা গ্রামের মৃত মুসলিম উদ্দিনের পুত্র তাস মোহাম্মদের সঙ্গে বায়নামা করেন গ্রহীতা কলমা গ্রামের মৃত দাউদ আলীর পুত্র তাহির উদ্দিন।

জানা গেছে, বিগত ২০১৯ সালের ২০ ডিসেম্বর স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সকল সদস্যর উপস্থিতিতে তাস মোহাম্মদ পৃথক দুই তফসিলে তার ৫৩ শতক জমি বিক্রির জন্য নগদ ৮ লাখ ৫ হাজার টাকা গ্রহণ করে গ্রহীতা তাহির উদ্দিনের সঙ্গে ৩০০ টাকা মুল্যের ননজুডিশিয়াল স্ট্যামে বায়নামা চুক্তি করেন। বায়নামা চুক্তিতে উল্লেখ করা হয় এক তফসিলের ২০ শতক জমির দখল তাহির উদ্দিনকে দখল বুঝে দেয়া হয় এবং অপর তফসিলের ৩৩ শতক জমির দখল রেজিষ্ট্রির পর বুঝে দেয়া হবে। উক্ত জমি রেজিষ্ট্রি করিয়ে দিতে কোনো তালবাহানা বা প্রতারণা করিলে গ্রহীতা তাহির উদ্দিন দাতা তাস মোহাম্মদের বিরুদ্ধে সালিশ বা আইনের আশ্রয় নিতে পারিবেন।

এদিকে দাতা তাস মোহাম্মদ গ্রহীতা তাহির উদ্দিনকে জমি রেজিষ্ট্রি করে দিতে চাইলে তার পুত্র জুয়েল রানা ও আবু সুফিয়ান রাশেল বাধা নিয়ে নানাভাবে কালক্ষেপণ করতে থাকে। এমতাবস্থায় ২০২৩ সালের ১৪ নভেম্বর মঙ্গলবার তাস মোহাম্মদ ইন্তেকাল করেন। এদিকে তাস মোহাম্মদের মৃত্যুর পর তার পুত্র জুয়েল ও রাশেল বায়নামার কথা অস্বীকার করেন। তারা গ্রহীতা তাহির উদ্দিনকে বাকি ৩৩ শতক জমি বুঝে তো দেননি, উল্টো তাহিরের দখলে থাকা ২০ শতক জমি জবরদখলের চেস্টা করে ব্যর্থ হয়। এমনকি আবারো তারা তাহিরের দখলে থাকা ২০ শতক জমি জবরদখলের পায়তারা শুরু করেছে। তাহিরের জমিতে লাগানো ধান কেটে নেয়ার ঘোষণা দিয়েছে। এমনকি এনিয়ে আইন আদালত করলে তাকে পরিবারসহ গ্রামছাড়া করার হুমকি দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, জুয়েল রানা, আবু সুফিয়ান রাশেল ও তাদের চাচা ইমাম হোসেন জৈনক হারুন মাস্টারের যোগসাজশে তাহিরের দখলীয় জমি জবরদখলের পাঁয়তারা করছে। গ্রামবাসি ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থার উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে গ্রহীতা তাহির উদ্দিন বলেন, তিনি তাস মোহাম্মদের কাছে থেকে দুই তফসিলে ৫৩ শতক ধানী জমি কেনার জন্য তাকে ৮ লাখ ৫ হাজার টাকা  দিয়ে তার সাথে বৈধভাবে বায়নামা চুক্তি করেছেন। কিন্তু তাস মোহাম্মদ মারা যাবার পর তার পুত্র জুয়েল ও রাশেল বায়নামা চুক্তি অস্বীকার করছে। তিনি বলেন, তার দেয়া টাকা তাকে ফেরত দেয়া হোক, নয়তো জমি রেজিস্ট্রি করে দেয়া হোক। এবিষয়ে জানতে চাইলে জুয়েল রানা ও আবু সুফিয়ান রাশেল বলেন, তাহিরের সঙ্গে বায়নামার বিষয়ে তাদের কিছু জানা  নেই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট