কয়রা,খুলনা প্রতিনিধি……………………………….
কয়রায় নারীকে ফুসলিয়ে নিয়ে বিদেশ পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে উপজেলা ঘুগরাকাটী গ্রামের মৃত মান্দার মল্লিকের পুএ মোঃ নুরুল হকের মল্লিকের বিরুদ্ধে। ১৫ ফ্রেব্রুয়ারী স্থানীয় ইউ পি সদস্য কাছে একই গ্রামের মোঃ হারুন সানা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূএে জানা গেছে, মোঃ নুরুল হক মল্লিক অত্র এলাকার একজন ভূমিদস্যু ও বিদেশে নারী পাঠানোর কথা বলে প্রতারণা পূর্বক মোটা অংশের টাকা আত্মসাৎ করে এলাকায় এক মাস রাজত্ব কায়েম করে। তিনি ঘুগরাকাটী বাজারের সরকারি জন সাধারণের চলাচলের পথ দখল করে প্রথমে চায়ের দোকান তৈরি করেন। পরবর্তীতে কিছুদিন পরে বিভিন্ন মহিলাদের বিদেশে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এমনকি স্থানীয় মাদ্রাসায় একটি নাবালক কন্যা মোছাঃ সাদিয়াকে বিবাহ করিবার প্রলোভন দেখিয়ে এবং বিদেশে চাকুরি দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়া যায়।
বর্তমানে তার বাড়িতে ২ টা বউ ও সন্তানে অত্র ঘটনা জানে না। তিনি সরকারি জায়গায় তৈরি করা চা এর দোকান অতি গোপন বিক্রি করার দেওয়ার লোভ দেয়খিয়ে ৩ জনের নিকট থেকে ৬০ টাকা হাতায় নিয়ে রাতে একই গ্রামের মাফিজুল গাতিদার ও রবিউল গাতিদারের কাছে দোকান ঘর বিক্রি করে দেন।
তিনি মাদ্রসা পড়ুয়া ছাএীকে নিয়ে পালিয়ে যায়। ইতিপূর্বে তিনি এলাকা থেকে বহু মানুষের নিকট থেকে টাকা প্রতারণা করে এবং ঘুগরাকাটী বাজারের দোকানদারদের নিকট থেকে মালামাল নিয়ে অত্র এলাকায় মারাত্নক অপরাধ সংঘটিত করে রাতের আধারে অতি গোপনে পালিয়ে যায়।
আশংকা করা যাচ্ছে, বর্তমানে উক্ত প্রতারক যে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে গেছে সে মেয়েটিকে বিক্রি করে দিতে পারে। এ বিষয়ে অভিযুক্ত মোঃ নুরুল হক মল্লিক এলাকায় না থাকায় ও তার মোবাইল নং বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উক্ত ঘটনার সাথে জড়িত মোঃ নরুল হক মল্লিকের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবি জানিয়েছে সুধী সমাজ।#