# লিয়াকত হোসেন……………………………………………………
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে রাধে আঁধারে অবৈধ পুকুর খননের হিড়িক। এই যেন চুর পুলিশ খেলা। এই যেন দেখার কেউ নাই কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে এই সব অবৈধ পুকুর খনন। এতে কমতে বসেছে কৃষি জমির পরিমাণ।
বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দুবিলা গ্রামের মাঠে চলছে এ-ই পুকুর খননের হিড়িক। শুভডাঙ্গা ইউনিয়নের বিগোপাড়া গ্রামে নদী দখল করে চলছে পুকুর খনন। গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে চলছে দিনে রাতে সমান তালে চলছে পুকুর খনন। রুহিয়া মামুদপুর গ্রামে কেউ কেউ আবার রাত ১১টায় শুরু করে পুকুর খননের কাজ শেষ করেন ভোর ৬ টার সময় ।
বোয়ালিয়া বিলে চলছে একই চিত্র। পুকুর খনন বুজরুত কৌড় মাদ্রাসার পার্শে চলছে পুকুর খনন। এসব পুকুর খননের মাটিগুলো যাচ্ছে বিভিন্ন অবৈধ ড্রাম চিমনি ইটভাটায়, এই মাটি পরিবহনের ফলে বিনষ্ট হচ্ছে সরকারি রাস্তা। বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করলেও রহস্যজনক কারণে নির্বিকার সংশ্নিষ্ট কর্তৃপক্ষরা।
জানা গেছে, বেশি লাভের আশায় পুকুর খননে ভূমি আইন উপেক্ষা করে অবাধে চলছে পুকুর খনন করায় কমে যাচ্ছে তিন ফসলী জমির পরিমাণ। পাশাপাশি মাটির চাহিদা মেটাতে দেদারছে বিক্রি হচ্ছে পুকুরের মাটি। বিক্রি করা এ মাটি পরিবহনের ভারি ডামট্রাক ও ট্রাক্টরের চলাচলে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয়ের গ্রামীণ পাঁকা রাস্তা -সড়ক। রাস্তার আশে পাশের ধুলো উড়িয়ে এলাকার পরিবেশে বায়ু দূষণ করছেন। এতে বাড়ছে শ্বাসকষ্ট।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহী বাগমারার তাহেরপুর্স্থ এলাকা জুড়ে বেশ কয়েকটি স্থানে পুকুর খনন কাজ চলছ। এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে রিসিভ না করাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#