# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি…………………………………..
তুমি কতটুকু শিক্ষিত তা আমাকে বলো না, তুমি কত জায়গা ভ্রমন করেছো সেটা বলো___মুহাম্মদ। এই প্রতিপাদ্য নিয়ে আজ ২০’ই ফেব্রুয়ারী রোজঃ মঙ্গলবার সাফিনা পার্ক, গোদাগাড়ী রাজশাহীতে ফ্রিডম স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৪ অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন নাচ, গান, শিক্ষনীয় নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন । আয়োজনে : ফ্রিডম স্কুল এন্ড কলেজ ,শিবগঞ্জ, চাঁপাই। এসময় সজিব আহমেদ, প্রেন্সিপাল , ফ্রিডম স্কুল এন্ড কলেজের সভাপতিত্বে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাজির হোসেন, সদস্য, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারী সহ ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
সজিব আহমেদ, প্রেন্সিপাল ফ্রিডম স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র জীবনের প্রধান উদ্দেশ্য পড়াশুনা করা। কিন্তু সারাক্ষণ ক্লাস, পড়া, পরীক্ষা এসবের মাঝে থাকতে থাকতে এক সময় পড়াশুনার প্রতি একঘেয়েমী চলে আসে। সামান্য একটু অবসরের জন্য মন আকুল হয়ে উঠে। লেখাপড়ার বেশি চাপে অনেক সময় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। শারীরিক অসুস্থতা মনকেও প্রভাবিত করে। তাই পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের চিত্তবিনোদনের প্রয়োজন আছে। এই বিনোদনের সর্বোৎকৃষ্ট উপায় শিক্ষা সফর। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন জ্ঞান অর্জন করতে পারে তেমনি শারীরিক ও মানসিকভাবেও প্রশান্তি লাভ করতে পারে।#