রাজশাহী জেলা প্রতিনিধি…………………………………………………………
রাজশাহীর বাগমারা উপজেলার নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসায় ২০২৪ সালে দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ এস.এম আমিনুল হকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন অত্র মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল জলিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংহপুর বান্দাইখাড়া বহুমুখী ফাযিল মাদ্রাসায় উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মহসিন আলী, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হামিদ, নরসিংহপুর বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, নরসিংহপুর বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার প্রমুখ। অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মাওলানা মোস্তাফিজুর রহমান। দাখিল, আলিম এবং ফাযিল মিলে প্রায় ১০০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দোয়া অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণাদী প্রদান করা হয়।#