পরেশ টুডু, পত্নীতলা থেকে………………………………………..
পত্নীতলায় নিখোঁজ অটো চার্জার চালক খুনের ঘটনায় মূল আসামী কে গ্রেফতার, করে আসল ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পত্নীতলা থানা পুলিশ।
পত্নীতলা থানা পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানাগেছে, গত ১১ জানুয়ারী/২৪ ইং তারিখ সকাল অনুমানিক ৯টার সময় পার্শ্ববর্তী উপজেলা মহাদবেপুরর গোবন্দিপুর এলাকার মৃত ছফের আলীর ছেলে অটো চার্জার চালক আজিজার রহমান (৫০) নিজ বাড়ি থেকে অটো চার্জার নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হওয়ার কয়েক ঘন্টা পর সে অপহৃত হয়।। সে আর বাড়িতে ফিরে না আসায় তার আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে ১২ জানুয়ারী ২০২৪ইং তারিখ সকাল অনুমান ৮ টার সময় ফেসবুকের মাধ্যমে জানতে পারেন নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন পত্নীতলা বাজার এলাকায় পত্নীতলা-সাপাহার পাকা রাস্তার ধারে একটি জমিতে একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে। আত্মীয় স্বজন আজিজার রহমান এর মরদেহ সনাক্ত করে।তখনও অটো চার্জার কোন সন্ধান তারা পায়নি।
এ ঘটনায় মৃতের জামাই মোঃ আঃ রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতীকারীদের আসামী করে পত্নীতলা থানায় একটি এজাহার করে। পত্নীতলা থানার মামলা নং-১৪, তারখি-১২/০১/২০২৪ইং ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। মামলা রুজুর পরপরই ঘটনার মূল আসামী গ্রেফতার, ছিনতাই কৃত অটো চার্জারটি উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর হয়ে উঠে।পুলিশ নিজস্ব সোর্আ ও ধুনিক প্রযুক্তি ব্যবহার করে ২০/০১/২০২৪ইং তারখি সকাল ৭টার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোঃ আজাহার আলীর ছেলে মোঃ হাদিউল ইসলাম ওরফে সজিবুর রহমান কে গ্রেফতার করে।তার স্বীকোরক্তি মোতাবেক বগুড়া জেলার গাবতলী থানার মৃত আফছার মোল্লার ছেলে মোঃ আশারাফুল ইসলাম (৩৭) কে তার নিজ দোকান হতে গ্রেফতার করে। সেখান থেকেই ছিনতাইকৃত অটো চার্জারটি উদ্ধার করে।আসামীরা এহত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।#