মশিউর মানিক, দুর্গাপুর……………………………………………………………
দুর্গাপুর উপজেলায় শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালযয়ে আজ নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়। বই বিতরণের সময় ছাত-ছাত্রীরা বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ প্রকাশ করে। নতুন শ্রেণীর নতুন বই পাবার আশায় তারা সকাল সকাল স্কুলে এসে উপস্থিত হয়।ছোট ছোট ছেলে মেয়েরা বই পেয়ে খুবই খুশি। শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ২০, দ্বিতীয় শ্রেণীতে ২৮, তৃতীয় শ্রেণীতে ১৮ জন, চতুর্থ ১৮ এবং পঞ্চম শ্রেণীতে ২২জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আকবর আলী, সহ-সভাপতি মোঃ নাজমুল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী ভুট্টু সহ সহকারী শিক্ষকগণ অভিভাবক বৃন্দ। এ সময় ওয়ার্ড কাউন্সিলর প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি সাহেব যথেষ্ট ভালো মানুষ। তারা দায়িত্বে আসার পর প্রতিষ্ঠানের শিক্ষার মান পূর্বের চেয়ে অনেক ভালো হয়েছে। তাই ছাত্র ছাত্রীর অভিভাবকরা তাদের সন্তানদের আগ্রহের সহিত প্রতিষ্ঠানে ভর্তি করান এবং শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, রাজশাহী জেলা, দুর্গাপুর উপজেলায় শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় ১৯৯১ সালে প্রধান শিক্ষক মোঃলিয়াকত আলী মন্ডল মাএ চার জন শিক্ষক এবংকয়েক জন ছাএ ছাএী নিয়েপাঠ দান শুরু করেন।পরবর্তীতে ৩০/০৩/২০১৫ সালে প্রধান শিক্ষক পদে দায়িত্ব আসেন মোঃ খলিলুর রহমান, বর্তমান শিক্ষক সংখ্যা ৬ জন।#