1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান 

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………………………………

নাটোরের সিংড়ায় দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দশ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম নামক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, আতাহার আলী মৎস্য চাষি দীর্ঘদিন যাবত বাড়ির পাশে প্রায় ৯ বিঘা জমিতে দুইটি পুকুর মালিক কাছ হতে লিজ নিয়ে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত শুক্রবার সকালে দুইটি পুকুরে একই সাথে মাছ মরে থাকতে দেখে তার কাজের ছেলে তাকে ফোন করে বিষয়টি জানালে জেলেদের খবর দিয়ে মাছ তুলে ফেলা হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে বিপক্ষের লোকজন আমার পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়। সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পারলে গত রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা। এতে পুকুরে থাকা ৫০-৬০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দশ থেকে বার লাখ টাকা।

মৎস্যচাষি আতাহার আলী বলেন, ২০১৬ সালে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলাম। উক্ত নির্বাচনে মাত্র ৬৪ ভোটে পরাজিত হওয়ার পর থেকে বিপক্ষ আমার প্রতিদন্দীদের সাথে সংঘর্ষ হয়ে আমার দুই ভাই নিহত হয় ও এক ভাইয়ের হাত কেটে নেয়। সেই থেকে তাদের সঙ্গে আমাদের বিরোধ। তাই আমার ধারণা তারাই আমার এই ক্ষতি করেছে।

ভুক্তভোগী আরো বলেন, আমার দুইটি পুকুরের দুরুত্ব প্রায় আধা কিলোমিটার এক সঙ্গে মাছ মারা গেছে তাই আমার ধারণা আমার সাথে শত্রুতার কারণেই মাছ মারা হয়েছে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই।

পুকুরের দেখভালকারী আইনাল হোসেন বলেন, আতাহার ভাই মাছচাষ করেই জীবিকা নির্বাহ করেন। কে বা কারা রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সিংড়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ওই মৎস্যচাষী থানায় এসেছে অভিযোগ করে গেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট