নাজিম হাসান………………………………………………………..
রাজশাহী—৬ আসনের (চারঘাট বাঘা) স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের নির্বাচনী অফিস ও মাইক ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় চারঘাটের শলুয়ার বামনদীঘা বাজারে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর করা হয় ও পোষ্টা রছিড়ে ফেলা হয়। স্বতন্ত্র প্রার্থীদের কর্মী—সমর্থকদের ওপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে সরকার দলীয় আওয়ামীলীগের নৌকার পক্ষের সমর্থকদের বিরুদ্ধে।
স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক অভিযোগ করে বলেন, নৌকার পক্ষের সমর্থকরা চারঘাট আমার অফিস ভাংচুরসহ নানকভাবে ত্রাস সৃষ্টির করছে। এসব নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হবে।
রাজশাহী—৩ আসনের (দুর্গাপুর পুঠিয়া) দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হাত ভেঙ্গে দিলো নৌকার কর্মীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামে। আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের নাম আব্দুর রাজ্জাক (৩১)। তিনি যুবলীগ নেতা। মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ব্যানার টাঙ্গাতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। হামলার ঘটনায় দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
রাজশাহী—৪ (বাগমারা) আসনের চারটি স্থানে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্বাচনী প্রচার গাড়ি ভাঙচুর, পোস্টার লুট করে পুকুরে নিক্ষেপ ও প্রচারকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন এনামুলের ১৮ জন কর্মী। হামলার ঘটনায় থানায় মামলাও হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গণিপুর ইউনিয়নের অঁাচিনঘাট গ্রামে স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের কর্মীরা কাঁচি প্রতীকের পোস্টার লাগাচ্ছিলেন। বিকেল ৩টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের হাটদামনাশ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা চলাকালে নৌকা প্রতীকের একদল কর্মী প্রচার গাড়িটি ভাঙচুর করে।
এ ঘটনায় গাড়ি চালক এমরান হোসেন বাদী হয়ে (মঙ্গলবার) সন্ধ্যায় বাদী হয়ে নৌকার ১০ জন নেতাকর্মীকে আসামি করে বাগমারা থানায় মামলা করেছেন। অপরদিকে রাত ১০ টার দিকে নৌকার প্রার্থীর নির্দেশে ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে নির্মিত কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস গুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে নির্বাচনী অফিসে অবস্থান করা কাঁচি প্রতীকের কর্মী—সমর্থকদের পিটিয়ে আহত করেছে বলে জানা গেছে। #