বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….
বাঘায় চলন্ত ট্রাকে দুর্বৃত্তের পেট্রোল বোমা নিক্ষেপে চালক মানিক দাস (৪০) দগ্ধ সহ ট্রাকের ক্ষতি হয়েছে । তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর, রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বাঘা-চারঘাট মহাসড়কের উপজেলার প্রাণী সম্পদ অফিস সংলগ্ন ছাতারী এলাকায় ঘটনা ঘটে । পুলিশের ধারণা বিষ্ফোরক দ্রব্য পেট্রোল বোমা কিংবা ককটেল হতে পারে । জানা যায়, চাল বহনকারি ট্রাকটি নওগাঁ থেকে বাঘা-চারঘাট মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। উপজেলার ছাতারী প্রাণী সম্পদ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এসময় ট্রাকের সামনের অংশ পুড়ে যায় ও চালক মানিক দাস দগ্ধ হয়।
চালক মানিক দাস মাগুরা সদরের পটুয়া গ্রামের মৃত গুরুপদ দাসের ছেলে। তবে ট্রাকের হেলপার শ্যাম দাসের ক্ষতি হয়নি।
হেলপার শ্যাম দাস বলেন, ট্রাকটি ঘটনাস্থল এলাকায় পৌঁছলে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় র্দুবৃত্তরা। এতে সামনের অংশ পুড়ে যায় ও চালকের শরীর ঝলসে যায়। আমার চিৎকারের স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, চালক আহতসহ ট্রাকটির সামনের অংশ ও অতিরিক্ত চাকা পুড়ে গেছে এবং ইঞ্জিনের ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করেছেন। তবে ধারণা করা হচ্ছে ,পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তেররা পালিয়ে গেছে। পেট্রোল বোমার বিষ্ফোরক বলে ধারণা করা হয়েছে। যেহেতু ককটেল বিষ্ফোরনের আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে।#