স্টাফ রিপোর্টার……………………………………………………………………..
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ‘র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার ৩রা ডিসেম্বর’২৩ দুপুরে ৫৯ রহনপুর ব্যাটালিয়ন সদর দপ্তরে (গোবরাতলা) কেক কেটে ও প্রীতিভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
বর্ষপূর্তির উদযাপন অনুষ্ঠানটি রহনপুর ৫৯ ব্বিজিবি’র কর্ণধর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে শুরু হয় । অনুষ্ঠানের প্রধান অতিথী ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান ইবনে এ রউফ । বিশেষ অতিথি ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাগণ । অতিথিদের আসন গ্রহণের পরে এবং ৫৯ বিজিবির (অপস) মেজর নজরুল ইসলামের স্বাগত বক্তব্য দেয়ার মধ্যদিয়ে বর্ষপুর্তির অনুষ্ঠান শুরু হয় ।
বিজিবির এ কর্মকর্তা তাঁর স্বাগত বক্তব্যে আমন্ত্রিত সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনাদের সরব উপস্থিতিতে ৫৯ বিজিবির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ বক্তব্য প্রদান করেন । প্রধান অতিথি তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রথমেই ৫৯ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত শীর্ষ পদস্থ কর্মকর্তা, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক ও বিশিষ্ট জনসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে বিজিবির এ শীর্ষ কর্মকর্তা ৫৯ বিজিবির গত এক বছরের বিভিন্ন সাফল্যের দিক গুলো তুলে ধরেন ।
তিনি জানান, গত এক বছরে সীমান্ত এলাকা থেকেই ১৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং চোরাকারবারী ও মাদক কারবারী গ্রেফতারে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে । এ সাফল্য অর্জনের জন্য ৫৯ বিজিবির সকল সদস্যেকে ধন্যবাদ জানান । প্রধান অতিথির বক্তব্য শেষ হলে ৫৯ বিজিবির কর্নধর লে. কর্ণেল গোলাম কিবরিয়া ও উপস্থিত চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন , জেলার পুলিশ সুপার ছাইদুল হাসান ( পিপি এম সেবা), চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র সিও অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন , ৫৯ বিজিবি’র (ডিএডি) ৫৯ বিজিবির (অপস) মেজর নজরুল , জেলা সিভিল সার্জন , সিনিয়র চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার কে নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রউফ। কেক কাঁটার সময় আমন্ত্রিত অতিথিরা হাত তালি দিয়ে সুন্দর মুহূর্তকে উপভোগ করেন । এরপর উপস্থিত সবাই কে বিভিন্ন ফল , কেক এবং দুপুরের আপ্যায়ন করান ৫৯ বিজিবি ।
বর্ষপূর্তির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা , ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো: ফয়সাল আজম (অপু) ও প্রেসক্লাবের সেক্রটারী দিনবদলের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মো: ইফতেখার আলম (বাবু) ।
এছাড়াও উপস্থিত ছিলেন , বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন , এস এ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুল ওহাব, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের ফারুক হোসেনসহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিরা। এর আগে সদর দপ্তরে আমন্ত্রিত অতিথিরা পৌছালে শুভেচ্ছা জানিয়ে সাদরে গ্রহন করে নেন, ৫৯ বিজিবির সিও লে. কর্নেল কিবরিয়া সহ -অত্র বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা ।#