1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সেনা অভিযানে সাবেক মেয়র লিটনের চাচাতো ভাইসহ আটক ৩, ব্যাপক অস্ত্র–বিস্ফোরক উদ্ধার শ্যামনগর- সাতক্ষীরা সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে লাখো লাখো মানুষ পত্নীতলায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে মাদ্রাসায়-২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু কতিপয় ভারতীয় নাগরিক কর্তৃক বৈধ উপায়ে অবৈধ বাণিজ্য কর্মকান্ড; কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ইউ’পি ছাত্রদলের সাবেক সহসভাপতি পেলেন, ইউনিভার্সিটি সভাপতির পদ বটিয়াঘাটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্ম দিন উপলক্ষে দোয়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আগামীকাল শনিবার গাইবান্ধায় আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্ট বাঘায় আমেরিকান প্রবাসী মিঠুর উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাঘায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে সুস্থতা কামনা করে আলোচনা ও দোয়া মাহফিল

জবর দখল নয়, দলিল মূলে সম্পত্তি ভোগ করছি: বাঘার গোলাম মোস্তফা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………………………….

দলিলমূলে ক্রয়কৃত সম্পত্তির খাজনা-খারিজ করে ভোগ দখল করছেন, রাজশাহীর বাঘা উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের হারান উদ্দীন মন্ডলের ছেলে গোলাম মোস্তফা। হঠাৎ করেই সেই জমি নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন গোলাম মোস্তফা ।

তিনি বলেন,বাঘা উপজেলার চকনারায়নপুর গ্রামের মৃত ওয়াছিম উদ্দিন মিয়ার সম্পত্তি তাহার ছেলে ও মেয়েদের মধ্যে গত ১২/১১/১৯৯১ইং তারিখে বাঘা সাব রেজিষ্ট্রি অফিসে ৪৩৭৬ নং বন্টননামা দলিল মূলে মোঃ লুৎফর রহমান মিয়া, পিতা- মৃত ওয়াছিম উদ্দিন মিয়া, সাং- চকনারায়নপুর, উপজেলা-বাঘা, রাজশাহীর প্রাপ্ত সম্পত্তির মধ্যে চকনারায়নপুর ১৪২নং মৌজার খতিয়ান এসএ ৩১৭, ২৭৫, আর এস ১৯৬নং খতিয়ান এর দাগ নং এসএ ২১১, আরএস ৩৪৬, জমির পরিমাণ- ১.৭৫ শতাংশ, এসএস ২১১-৪৬৭ আরএস ৩৫১, পরিমান ৩৯ শতাংশ, মোট ২.১৪ শতাংশ এর কাতে সোয়া ৩৭ শতাংশ জমি মোঃ লুৎফর রহমান মিয়া প্রাপ্তহন। এর মধ্যে গত ১৭/০৯/২০১৪ইং তারিখে বাঘা সাব রেজিষ্ট্রে অফিসে ২৬৭১নং বিক্রয় কবলা দলিল মুলে ০৮ শতাংশ জমি মোঃ গোলাম মোস্তফা স্বত্ত্ববান হয়ে গত ২৭/১১/২০১৪ইং তারিখে ৬৮০/৯-১/২০১৪-২০১৫নং খারিজ নাম জারি করে বর্তমানে গোলাম মোস্তফার নিজ নামে খাজনাদী হালসন পর্যন্ত পরিশোধ রয়েছে।

তিনি বলেন, তা আমি ভোগ দখল করে আসছি এবং নিম্ন তফসীল বর্ণিত সম্পত্তিতে দোকান ঘর করে ব্যবসা করে আসছি।

খারিজকৃত সম্পত্তির বিবরণঃ মৌজা- ১৪২নং চকনারায়নপুর, খতিয়ান- এসএস ও আরএস- ৩১৭, ২৭৫ ও ১৯৬ প্রস্তাবিত খতিয়ান ১২৪৯ হো: নং ১২৬৭ দাগ নং- এসএ ও আরএস- ২১১ ও ৩৪৬ আম বাগান পরিমাণ ১.৭৫ শতাংশ- ০৬৫৪, ২১১/৪৬৭ – ৩৫১ ভিটা, পরিমাণ-.৩৯ শতাংশ- ০১৪৬, মোট- ০৮০০ শতাংশ জমি খরিদমুলে ভোগ দখল করছি।

অন্য কোন জমি জবর দখল করিনি। আমার দ্বারা কারো ও ক্ষতি হয়নি বা করিনি। কেহ ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা অপপ্রচার করলে তা ভিত্তিহীন বলে বিবেচিত হবে বলেও দাবি করেন গোলাম মোস্তফা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট