1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাগমারা প্রেসক্লাবের মানববন্ধন বাগমারায় সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থীর ডাঃ আব্দুল বারীর মতবিনিময় রাজশাহীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে গণঅভ্যুত্থানে শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ভোলাহাটে মহানন্দা নদীতে নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ নড়াইলে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন অনুমোদিত ক্লাবের যাত্রা শুরু বোয়ালিয়া থানার পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২ আরএমপি ডিবির অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার কবিতা………………….. র‍্যাব-৫-এর অভিযানে হোমিওপ্যাথির আড়ালে ভয়ংকর মাদক কারবার ফাঁস, রাজশাহীতে যুবক আটক

তানোরে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধি…………………………………………………………………

রাজশাহীর তানোরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসতে আনতে প্রতিপক্ষ থানায় সাজানো অভিযোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) দুবইল গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, উপজেলার দুবইল গ্রামের বাসিন্দা মৃত মহির মন্ডলের পুত্র ও দুবইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র মোস্তফা কামাল ডাম্ফুর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে।

জানা গেছে, দুবইল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। বিদ্যালয়ের পাশে রয়েছে ডাম্ফুর আখখেত। নির্মান শ্রমিকেরা প্রতিদিনই সেই আখখেত থেকে আখ চুরি করে খাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ডাম্ফু শ্রমিক সুমন আলীকে মৃদু চড়থাপ্পড় দেয়। অথচ এই তুচ্ছ ঘটনাকে অতিউৎসাহী হয়ে ফুলিয়ে ফাপিয়ে প্রচার করে প্রধান শিক্ষক রবিউল ইসলাম। এমনকি সুমনের ইচ্ছের বিরুদ্ধে  রবিউল ইসলাম নিজেই বাদি হয়ে ডাম্ফুকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেন। তার করা অভিযোগে বলা হয়েছে, আখ চুরির ঘটনায় ডাম্ফু সন্দেহের বশবর্তী হয়ে শ্রমিক (টেকনিশিয়ান) সুমন আলীকে মাটিতে ফেলে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং ১২ হাজার টাকাসহ  মানি ব্যাগ ছিনতাই ও একটি এন্ড্রুয়েট মোবাইল ফোন ভাঙচুর করেছে।

সচেতন মহলের প্রশ্ন আখ চুরির ঘটনায় শ্রমিককে মৃদু চড়থাপ্পড়  মারা যদি ডাম্ফুর অপরাধ হয়। তবে ঠিকাদার বা শ্রমিক বাদি হয়ে অভিযোগ করবেন।কিন্ত্ত তারা যেখানে বাদি নয় সেখানে প্রধান শিক্ষক অতিউৎসাহী হয়ে কেনো বাদি হলেন ? ওদিকে ডাম্ফুর বিরুদ্ধে প্রধান শিক্ষকের করা সাজানো

অভিযোগের খবর ছড়িয়ে পড়লে গ্রামের সাধারণ মানুষ প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠে। রবিউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গ্রামবাসী তাদের ছলে মেয়েদের এখানে আর পড়ালেখা করাবেন না। প্রয়োজনে আন্দোলন কর্মসুচি ঘোষণা করবেন।

স্থানীয়রা জানান, আর্থিক সুবিধা নিয়ে অভিযোগ প্রত্যাহার ও ঘটনা ধাঁমাচাপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে প্রধান শিক্ষক রবিউল ইসলাম মরিয়া হয়ে উঠে। এরই প্রেক্ষিতে গত ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায রবিউল ইসলাম নিজ উদ্যোগে আপোষ-মিমাংসার জন্য বৈঠকে বসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় শ্রমিক সুমন আলী আখখেত থেকে আখ খাওয়ার জন্য ডাম্ফুর কাছে ভুল শিকার করেন। তবে তার চিকিৎসা ও মামলার ভয় দেখিয়ে রবিউল ইসলাম প্রতিপক্ষ ডাম্ফুর কাছে থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, প্রধান শিক্ষক ডাম্ফুকে ফাঁসিয়ে টাকা হাতানোর উদ্দেশ্যেই অভিযোগ করেছিল, টাকা পাবার পর তিনি নিজেই আবার সেই অভিযোগ তুলে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ কি খেলনা যার যখন মন চাইবে তখন অভিযোগ দিয়ে পুলিশকে হয়রানি করবে, আবার মনোবাসনা পুরুন হলে সেই অভিযোগ তুলে নিবে। তিনি বলেন, প্রধান শিক্ষকের করা অভিযোগ তদন্ত করা হবে এবং তদন্তে যদি প্রমাণ হয় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো অভিযোগ করা হয়েছে, তাহলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসব বিষয়ে জানতে চাইলে মোস্তফা কামাল ডাম্ফু

সব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কেউ তার সামনে এসে কোনো অভিযোগ করতে পারবে না। তিনি বলেন, আখ চুরির ঘটনায় টেকনিশিয়ান সুমন আলীকে মৃদু চড়থাপ্পড় মারা হয়েছে, সেটা নিয়ে ৬ অক্টোবর  শুক্রবার সন্ধ্যায় গ্রামে বসে মিমাংসা করা হয়েছে। এবিষয়ে প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ডাম্ফুর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছিল, গ্রামের শান্তির জন্য আপোষ করা হয়েছে, কোনো টাকা-পয়সা নেয়া হয়নি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট