# বাগমারা প্রতিনিধি…………………………………………….
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকার বিজয়ের লক্ষ্যে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের আপামর উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলেছে। দেশের আপামর জনগোষ্ঠীর উন্নয়ন শেষ হাসিনার দ্বারাই সম্ভব। তিনি তাই করে যাচ্ছেন। দেশের উন্নয়নে গতি ধরে রাখতে আবারও বাগমারার পাশাপাশি সারা দেশে নৌকার বিজয় ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে নিরাপদে থাকে মানুষ।
তিনি আরো বলেন, সুযোগ সুবিধা বৃদ্ধি পায় লোকজনের। সেই সাথে বাগমারায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির কারণে ব্যাপক উন্নয়ন হয়েছে। যে বাগমারায় একসময় মানুষ চলাচল করতে ভয় পেত সেখানে বর্তমানে উন্নয়ন দৃশ্যমান। পিছনে কে কি বললো সেটা দেখার সময় নেই। বাগমারায় নৌকার প্রার্থী নিয়ে চিন্তার দরকার নেই। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। মানুষের মাঝেই শয়তান বসবাস করে। তারা অতীতেও ছিল বর্তমানেও থাকবে। সেই সকল শয়তানকে পাত্তা দেয়া যাবে না। তারা দলের ক্ষতি করার স্বার্থে সর্বদায় মিথ্যা তথ্য ছাড়াই।
তিনি বলেন, মনোনয়ন ইঞ্জিনিয়ার এনামুল হকেরই। সেটা মাথায় নিয়ে ভোটের মাঠে কাজ করতে হবে। নিজেদের স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় ঘটাতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন। উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, চেয়ারম্যান রেজাউল হক, মোজাম্মেল হক, বিকাশ চন্দ্র ভৌমিক, অধ্যক্ষ আহাজারুল হক, মাজেদুল ইসলাম সোহাগ, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#