ক্যাপশন: ভারতীয় কাঁচা মরিচ দেশ আমদানী করছে
# মো. শফিকুল ইসলাম. শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) …………………………………..
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েও ভারত থেকে আমদানী করা কাঁচা মরিচ এসেছে। সোমবার দুপুরের পর থেকে ভারত থেকে আসা কাঁচা মরিচবাহী ট্রাক গুলো বন্দরে প্রবেশ করতে থাকে। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের তথ্য অনুযায়ী সোমবার বিকাল ৫ টা পযন্ত ৪টি ট্রাকে ৪০ টনের মত কাঁচা মরিচ এসেছে বাংলাদেশে।
সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, সোমবার বিকাল ৫টা পযন্ত ৪ ট্রাকে ৪০ টনের মত কাঁচা মরিচ ভারত থেকে এসেছে। সন্ধ্যা পযন্ত আরো কিছু ট্রাক আসবে। আগামীকালকেও কিছু আসার সম্ভাবনা রয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, এর আগে সর্বশেষ ২৬ জুন ১ ট্রাক কাঁচা মরিচ এ বন্দর ব্যবহার করে ভারত থেকে আমদানী করেছিলো ব্যবসায়ীরা। #