1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নাটোরে ডিবির অভিযান : একদিনে ১৭৪ কেজি গাঁজা উদ্ধার আমাদের রূপসা ম্যাগাজিনের ২য় সংখ্যা প্রকাশ মতবিবিনিময় ও রূপসা দিবস প্রস্তাবনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পঞ্চগড়ে জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন পত্নীতলায় সাড়ে ৫৮ হাজার শিশু পাবে বিনা মূল্যে টাইফয়েড টিকা দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসম্যহীন যুবকের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেফতার বদলগাছীতে খাস জমির গাছ কেটে নেওয়া, প্রশাসনের হাতে জব্দ ইউক্যালিপ্টাস বাগমারায় বিল দখলের চেষ্টা ও ২৭ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাঘায় শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে ছিলেন শিক্ষার্থীরাও

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

# বিশেষ প্রতিনিধি………………………………………

রাজশাহীর বাঘায় বুধবার(১৫-০৩-২০২৩) সকাল ১০ টায় প্রথম ক্লাশ থেকে তৃতীয় ক্লাশ পর্যন্ত ২ঘন্টা ৩৫ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। চাকুরি জাতীয়করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচী পালন করেন । তাদের কর্মসূচিতে যোগ করা হয় শিক্ষার্থীদেরও। তবে শিক্ষকদের দাবি, কোন শিক্ষার্থীকে বাধ্য করা হয়নি। তারা নিজেদের ইচ্ছায় যোগ দিয়েছে।

 

পারশাওতা-বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের নিয়ে নিজেদের ব্যক্তিগত কর্মসূচির বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, কর্ম বিরতির বিষয়ে শিক্ষার্থীদের অবগত করেই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে লাইনে দাড়িয়ে কর্মসূচি পালন করেছেন।

 

এসময় শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দিয়েছে। কাউকে বাধ্য করা হয়নি। শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে যোগ দেওয়া ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ইমন আলী ও দশম শ্রেণীর শিক্ষার্থী আকাশ চৌধুরি জানান, স্যাররা বলেছেন-আমাদের কর্মবিরতি কর্মসূচি আছে। তোমারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারো, তাই ছিলাম।

 

ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুহিম মিঞা জানান, স্যারদের কর্মবিরতি পালনের কারণে সকাল ১০ টায় শুরু হওয়া ১ম ক্লাশ থেকে ৩য় ক্লাশ হয়নি। বাঘা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেওয়ান বলেন, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয়ভাবে কোন কর্মসুচি আসলে সেটাও একযোগে পালন করা হবে।

 

কর্মবিরতির কারণে প্রথম ক্লাশের ৫৫ মিনিট ও পরবর্তী ৫০ মিনিট করে ২টা ক্লাশ নেওয়া হয়নি । ছাত্র-ছাত্রীদের উপস্থিতি স্বাক্ষর নিয়ে কর্ম বিরতি পালন করা হয়েছে বলে জানান তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান বলেন, কর্মসুচির বিষয়ে আমাকেও অবগত করা হয় নাই। নিজেদের ব্যক্তিগত কর্মসূচিতে শিক্ষার্থীদের যোগ করার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট