মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় অবস্থানরত মোঃ রবিউল ইসলাম রবি (৪০), পিতা- মোঃ আহম্মদ আলী, সাং- আলীগঞ্জ পশ্চিমপাড়া, থানা- রাজপাড়া, রাজশাহী মহানগরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর