বিশেষ প্রতিনিধি: আনন্দ নিয়ে নিজের পালন করা গরু ঢাকার মোহাম্মদপুরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। একই দিকে যাওয়া একটি ট্রাক সেই আনন্দকে পরিণত করে দিল বিষাদে। সেই ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন গরু বোঝাই ট্রাকে থাকা ১জন গরু বিক্রেতা। আহত হয়েছেন চালক সহ তিনজন।
নিহত কহিনুর শেখ বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশী ফতেপুর গ্রামের আজিমুদ্দিন শেখের ছেলে। পেশায় তিনি নিবন্ধীত জেলে। শনিবার (৩১ মে’২৫) দিবাগত রাত সোয়া ১টার সময় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকাগামী সার্ভিস লেন এলাকায় ঘটনা ঘটে। রোববার (১জুন’২৫) দুপুর ১টায় মরদেহ নিজ গ্রামে এনে এইদিন ৩ টায় জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহতের আত্নীয় দুলাল হোসেন মরদেহ নিজ গ্রামে এনে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, গরু ও সবজি মালিককে বুঝে দিয়ে ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়,ঈদুল আজহা সামনে রেখে ট্রাকে(ঢাকা মেট্রো-১৬-৭৬৪০) করে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্য ঢাকার মোহাম্মদপুরে যাচ্ছিলেন, রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশি গ্রামের কহিনুর সেখসহ কয়েকজন। ট্রাকটি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ঢাকাগামী সার্ভিস লেনে পাকিং করাকালিন সময়ে একই দিকে যাওয়া বেপরোয়াগতির সবজি বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো-১২-১৩১৩) পেছন থেকে সজোরে ধাক্কা দিলে পাকিং গরু বোঝাই ট্রাকটির পেছনের ডালা ভেঙে বুকে আঘাতপ্রাপ্ত হন কহিনুর সেখ। তাকে উদ্ধার করে কুমুদিয়া মেডিকেল হাসাপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কহিনুর সেখকে মৃত ঘোষণা করেন।
কহিনুর শেখের সাথে থাকা মোবারক হোসেন (৫৫) জানান, শনিবার রাত পৌণে ৭ টায় ককেজন মিলে নিজের পালন করা গরু বিক্রির জন্য বাঘা উপজেলার শিমুলতলা এলাকা থেকে ট্রাকে করে ঢাকার মোহাম্মদপুরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ট্রাকটি ঢাকাগামী সার্ভিস লেনে পাকিং করে দাড়িয়ে ছিল। পেছনে ছিলাম আমিসহ দেলোয়ার হোসেন, কোহিনুর শেখ ও তার ছেলে আরিফুল। এসময় একই দিকে যাওয়া বেপরোয়া গতির সবজি বোঝাই ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে গরু বোঝাই ট্রাকটির পেছনের ডালা ভেঙে কহিনুরের বুকে লেগে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি ও দোলোয়ার সহ ট্রাক চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছি। পরে অন্য ট্রাক ভাড়া করে বিক্রির জন্য গরু ঢাকা পাঠানো হয়েছে।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শাহ আলম জানান, গরু বোঝাই ট্রাকটি অবৈধ পাকিং করা ছিল। এসময় একই দিকে যাওয়া বেপরোয়া গতির অপর ট্রাকটি ধাক্কা দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কোন অভিযোগ না করায় কোহিনুর শেখের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাক দুটি থানা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর