বিশেষ প্রতিনিধি............................
রাজশাহীর বাঘায় র্যাব-বিজিবির পৃথক অভিযানে ১হাজার ২৬৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(২১ আগষ্ট’২৪) গভীর রাতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মুনতাজ মন্ডল (৩৮)‘কে গ্রেপ্তার করা হয়।
সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী সুত্র জানায়,বুধবার (২১ আগষ্ট) রাত সাড়ে ৩টায় জেলার বাঘা উপজেলার খানপুর নামক এলাকায় অভিযান চালিয়ে গ্রামের চাঁন মন্ডল এর ছেলে মুনতাজ মন্ডল (৩৮)কে ৭১৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। আলামত হিসেবে ০১ টি মোবাইল ও ০১ টি সীম জব্দ করা হয়। ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে পেশাই কৃষি কাজ করলেও নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।
অপরদিকে একই দিন গভীর রাতে (সাড়ে ৩ টায়) বাঘার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৫৫০(পাঁচশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ান-১ আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল। আলাইপুর বিওপি টহল কমান্ডার সুবেদার আব্দুর রব হাওলাদার জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো রশিতে বেঁধে পদ্মা নদী দিয়ে ভাসমান অবস্থায় এপারে নিয়ে আসছিল।
গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের নাপিতের মোড় এলাকার পদ্মা নদী থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ফেন্সিডিলগুলোর আনুমানিক মূল্যে ধরা হয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকা। কর্তৃপক্ষের নির্দেশক্রমে সেগুলো ধ্বংশ করা হবে বলে জানান। বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান, একজনকে আটকসহ র্যাব-৫ যে ফেন্সিডিল উদ্ধার করেছে,সে বিষয়ে র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর