প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৪, ২:৪৩ পি.এম
গোদাগাড়ীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ।উদ্বোধনকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ২২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৩-২৪ অর্থবছরের খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত জাতের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমর ফারুক চৌধুরী এমপি।
গোদাগাড়ী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার জাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী- ১(গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোদাগাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
এছাড়া আর বক্তব্য রাখেন গোদাগাড়ী বিভিন্ন ইউনিয়ন থেকে আসা চেয়ারম্যান বৃন্দ। এ সময় প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে আমন ধান চাষের জন্য বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর