পঙ্কজবিশ্বাস, কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস চাঁপায় মনিরুজ্জামান পালোয়ান(৫৩) নামক দুই সন্তানের জনক এক ব্যাবসায়ী নিহত হয়েছে। সে মাদারীপুরের কালকিনির ভবানিপুর গ্রামের আলী হোসেন পালোয়ানের ছেলে। গত বুধবার বিকাল সাড়ে তিনটায় পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের ওয়াপদারহাট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যাসায়ী নিজ মটর সাইকেল যোগে বরিশালের দিকে যাচ্ছিলো, উল্টো দিক থেকে আসা একটি দ্রুত গতির বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালিপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।
নিহতের বোন জামাই হামিদুজ্জামান জানান- মনির ঢাকা চক বাজারের একজন ব্যাবসায়ী, ঈদে বাড়ী এসেছে, আজ ঘাঘর বাজার এসে ব্যাবসায়ীক কাজ সম্পন্ন করে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে ছিলো।
এ বিষয়ে কোটালিপাড়া থানা অফিসার ইনচার্জ ( তদন্ত) ফয়েজ আহম্মেদ বলেন - থানায় কোনো অভিযোগ দায়ের না হওয়ায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর