# পোরশা থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু………………………………………….
নিতপুর বাংগাল পাড়ার একজন আলোকিত মা ইনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ফুপু বর্তমানে আমার ফুপা একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি না ফেরার দেশে চলে গেছেন। আল্লাহর রহমতে ফুপু বেঁচে আছেন। ফুপুর ১০ টি আদর্শ সন্তান রয়েছে।
১ ম পুত্র এ কে এম ফজলুল হক সাহেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের উপ-সচিব এবং প্রকল্প পরিচালক দ্বিতীয় সন্তান মেয়ে মোসাঃ ইসমোতারা বেগম পারুল (আপা) সহকারী প্রফেসার রাজা পুর ডিগ্রি কলেজ, তৃতীয় সন্তান নিখোঁজ লেঃ কমান্ডার ফিরোজ কবির বাংলাদেশ নৌবাহিনী চতুর্থ সন্তান, মোসাঃ আকতারা খাতুন বি এ গৃহিণী ৫ সন্তান, মোসাঃ লিলি খাতুন সহকারী শিক্ষক দাখিল মাদ্রাসা সাপাহার, ৬ সন্তান মোঃ মোহাঃ মাসুদ রানা বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট শিক্ষা বীদ নাভানা কোম্পানির জিএম ( সাবেক) বর্তমানে ঢাকায় একটি কোম্পানির জিএম হিসেবে দায়িত্ব পালন করছেন। ৭ম মোসাঃ হোসনে আরা বেগম মুন্নী রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের প্রভাশিখা ৮ ম সন্তান মেয়ে মোসাঃ ঝর্ণা খাতুন বি এ অনার্স-মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় আদর্শ গৃহীনি, নবম সন্তান মোঃ ডালিম বি এ পর্যন্ত বাড়িতে জমিজমা দেখা শুনা, দশম সন্তান মোসাঃ সৃতি খাতুন বি এ অনার্স-মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে আদর্শ গৃহীনি।
আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতী উপহার দিবো।#