প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ২:০৪ পি.এম
শিবগঞ্জে জমে উঠেছে ঈদের বাজার

# মোঃ আব্দুল বাতেন, শিবগঞ্জ.............................................................
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। আর এই ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে শিবগঞ্জের বিপনি বিতানগুলেতে। বিপনি-বিতান গুলোতে ক্রমেই বাড়ছে ক্রেতা সমাগম। বিক্রেতারা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও বেচাবিক্রি ভালো। ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দাম অনেকটাই বেশি। তারপরও পরিবারের ঈদ আনন্দের কথা ভেবে কিনতেই হচ্ছে।
অন্যদিকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পুলিশ প্রশাসন।
পবিত্র ঈদকে সামনে রেখে পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, থ্রি পিস, শাড়িসহ বাচ্চাদের নতুন সব জামা কাপড় দিয়ে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। যদিও গত বছরের তুলনায় এ বছর দামবৃদ্ধি থাকলেও বেচাবিক্রি ভালো হচ্ছে বলে জানান ব্যাবসায়ীরা। শিবগঞ্জে বাজারের তাজ মার্কেটে র দোকান ব্যাবসায়ী মোহাম্মদ রুনা বলেন, আমাদের এখানে পোশাকের দাম কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্তরা আসে আমাদের দোকানে। কোনো কোনো ক্রেতা আসছেন পছন্দ করছেন, কিনে নিচ্ছেন পছন্দমত পোশাক। যদিও এবার গতবছরের তুলনায় দাম কিছুটা বেশি। ক্রেতারা পোশাকের দাম শুনে বিরক্ত হয়ে চলে যাচ্ছেন।
আশা করা যাচ্ছে আগামী ২-৩ দিনের মধ্যে পুরোদমে কেনাকাটা আরও জমে উঠবে। সুপার মার্কেটে আসা ক্রেতা রহিমা বলেন, ঈদের ২-৩ দিন আগে মার্কেটে প্রচুর ভিড় হয়। তাই আগেভাগে চলে এসেছি। পছন্দের পোশাক কিনেছি, আরও কিনব। তবে দাম খুব বেশি মনে হচ্ছে। দামের কারণে মার্কেটে বেশি সময় দিতে হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর