রাজশাহী প্রতিনিধি.......................................................................
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১১ নভেম্বর শনিবার। ১৯৭২ সালের ১১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এদিকে, দিবসটি উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে রাজশাহী মহানগর যুবলীগ। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে-শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কেক কাটা কর্মসূচি।
উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর