# নিজস্ব প্রতিবেদক........................
দীর্ঘ ছয় বছরেও গ্র্যাইচুটির টাকা না পাওয়ায় তিন দফা দাবিতে রাজশাহী চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা দশটায় কেন্দ্রীয় কমর্সূচীর অংশ হিসেবে তারা মিল গেটে ২ ঘন্টা ধরে আন্দোলন করেন।
এ সময় বক্তারা বলেন, রাজশাহীর চিনি কলের ২৩৩ জনের পাওনা ২১ কোটি ১৩ লাখ টাকা। টাকা না দেয়ায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সংসারের ব্যয় মিটিয়ে দিতে পারছেন না সন্তানের পড়াশোনার খরচ। অনেকেই অসুস্থতায় ভুগছেন, অনেকই অর্থাভাবে মৃত্যুবরণ করেছেন।
আন্দোলনকারীদের দাবি, পাওনা বকেয়া গ্রাইচুইটির টাকা আগামী মাসের মধ্যে পরিশোধ করতে হবে। একই সাথে প্রদান করতে হবে উৎসব, বৈশাখী ও চিকিৎসা ভাতা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর