# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর পত্নীতলায় মেডিকেল টেকনোলজিস্ট- ফার্মাসিস্টদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ পত্নীতলা উপজেলা শাখার উদ্যোগ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে মানববন্ধন করেন পরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের নিকট স্মারক লিপি প্রদান করেন ।
বক্তারা জানান, দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি রয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে বক্তারা বলেন, করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে তারা বঞ্চিত। স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট সেলিম রেজা বলেন আগামী রবিবার (৩০ নভেম্বর) আমরা ২ ঘন্টা কর্মবিরতি পালন করবো, এরপর অর্ধদিবস এবং দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচী ঘোষনা হবে।
পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট সুমন বলেন “স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আমাদের দাবি বারবার অবহেলিত হচ্ছে। দ্রুত ১০ গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো আমরা, অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে।
এসময় উপস্থিত ছিলেন সজল, আনোয়ার হোসেন, মিনহাজ পারভেজ সুমন, বিকাশ কুমার , জার্সিস, তপু, সেলিম রেজা, রাশেদ রানা, মাহাফুজুল হক , আবু মুসা প্রমূখ। মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর