মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :
রাজশাহী জেলা পুলিশের অনন্য এক মানবিক উদ্যোগে হারানো ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। তাঁর নেতৃত্বাধীন সাইবার ক্রাইম সেলের নিরলস প্রচেষ্টায় উদ্ধারকৃত ফোনগুলো সনাক্ত করে মালিকদের ফেরত দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী জেলার ৮টি থানায় ভুক্তভোগী নাগরিকেরা বিভিন্ন সময় মোবাইল ফোন হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল অনুসন্ধান চালিয়ে মোট ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে।
উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হলো: স্যামসাং: ১১টি শাওমী ৯টি ভিভো: ৭টি রিয়েলমি: ৭টি অপ্পো: ৬টি হুয়াওয়ে: ৩টি ইনফিনিক্স: ৪টি মটোরোলা: ২টি টেকনো: ১টি সিম্ফনি: ১টি এছাড়াও মোবাইল ফোনের পাশাপাশি বিকাশের মাধ্যমে হারিয়ে যাওয়া ১৫,৫০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “প্রযুক্তির সহায়তায় আমরা এখন অনেক কিছুই সম্ভব করে তুলছি। জনগণের হারানো সম্পদ তাদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই ধরনের সেবা আগামীতেও অব্যাহত থাকবে।”
ফোন ফিরে পেয়ে মালিকেরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, পুলিশের এমন দায়িত্বশীলতা ও আন্তরিকতা জনগণের আস্থার জায়গাকে আরও দৃঢ় করে তুলবে। রাজশাহী জেলা পুলিশের এমন কার্যক্রম সেবাধর্মী পুলিশের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে, যা শুধু প্রযুক্তিনির্ভর নয়, বরং মানবিক মূল্যবোধেরও প্রতিচ্ছবি।#